Monthly Archives: August 2010

সালমান খান তুমি কার, বাংলার না পাকির?

His name is Salman Khan, and he is not an Actor. হ্যাঁ তিনি মুম্বাইয়ের অভিনেতা সালমান খান নন, তিনি MIT হতে একাধিক ডিগ্রীধারী একজন মানুষ। বেশ কিছুদিন পূর্বে কিছু একটা খুঁজতে গিয়ে, ইউটিউবে তার ভিডিও এবং তার খান একাডেমি সম্পর্কে জানতে পারি।

২০০৪ সালে তিনি কোন কারণে বোস্টন ছিলেন। জানতে পারলেন, নিজ শহর নিউ অরলিন্সে সপ্তম শ্রেণী পড়ুয়া কাজিন, নাদিয়া পরিমাপের একক পরিবর্তনের সমস্যা বুঝতে পারছেনা। তখন তিনি ইয়াহু’র শেয়ার্ড নোটপ্যাড লিখে এবং টেলিফোনে কথা বলে, নাদিয়াকে টিউশন দিলেন। পরে নাদিয়ার অন্য দুই ভাই আলি ও আরমানকেও তিনি একই উপায়ে দুরশীক্ষন দিতে লাগলেন। বিষয়টি সালমান খানের সকল আত্মীয় এবং বন্ধুরা জানতে পারলেন। চাহিদা বাড়াতে তিনি একই রকম পাঠের জন্য ভিডিও তৈরী করা শুরু করলেন। সেই থেকেই আরম্ভ হলো – যা এখন ১৬০০ এর অধিক ভিডিও সমৃদ্ধ একটি অনলাইন দুরশিক্ষন ব্যবস্থা। বিস্তারিত জানতে khanacademy.org ঘুরে আসুন।

গত ২৪শে আগষ্ট CNNMoney.com এ তার এবং খান একাডেমীর উপর একটি নিবন্ধ প্রকাশ করা হয়, শিরোনাম হচ্চে “বিল গেটসের প্রিয় শিক্ষক। নিবন্ধটি এখানে পড়ুন।

আজকে, দুই বন্ধুর টুইটালাপ পড়লাম। একজন বলছে তার বাবা বাংলাদেশী, আরেকজন বলল উইকিতে লিখা রয়েছে পাকিস্তান। আমি CNN এর নিবন্ধে পরেছিলাম বাংলাদেশ। উইকিপিডিয়া সালমান খান ও তার একাডেমীর আর্টিকেল টা পড়তে গেলাম দেখি পাকিস্তানি লেখা। আমি যেকোন বিষয় জানতে পারলে উইকিতে সংশ্লিষ্ট নিবন্ধ পড়ি। সেখানে কয়েকদিন আগে দেখেছিলাম “বাংলাদেশী” লেখা, আজ পড়লাম পাকিস্তানি। খটকা লাগলো, নিবন্ধের সম্পাদনার ইতিহাস পরীক্ষা করলাম – ব্যস! পেয়ে গেলাম।

CNN এর নিবন্ধ প্রকাশ পাবার পর, ব্রিটিশ আইপি হতে বেনামে কোন রাজাকার, বাংলাদেশ মুছে পাকিস্তান লিখে দিয়েছে। আর রেফারেন্স হিসাবে যেসব লিংক দিয়েছে, সেখানে তার পাকিস্তানি হওয়া নিয়ে কোন উল্ল্যেখ নেই। আরেক মজা – ব্রিটিশ আইপিটির, আইএসপির নাম আখতার গ্রুপ পিএলসি :)। খাপে খাপ, মনে হয় – পাকির বাপ।

CNN তার নিবন্ধে ফ্যাক্টস তাঁকে জিজ্ঞেস করেই লিখেছে বলে বিশ্বাস করি। তবুও, সালমান খানকে এবিষয়ে মেইল করেছি, তিনি নিজে কি বলেন দেখি। তারপর উইকপিডিয়া আর্টিকেলটি সঠিক করে দিবো।

UPDATE (31st August, 2010)

সালমান খান আমার মেইলের জবাব দিয়েছেন। এতে করে, স্পস্ট হল যে, তার মা কলকাতার এবং বাবা বাংলাদেশের বরিশালের।