Monthly Archives: June 2011

ডট গভ আর গভ ডট কম এর ফাঁকে অনলাইন ধান্দা

আজ এক আত্মীয় ডিভি লটারীর কনফার্মেশন মেইল পাওয়ার পর, সন্দেহ হওয়ায় আমার নিকট এর সত্যতা জানতে চাইলো। তাকে বললাম মেইলটি ফরওয়ার্ড করতে। মেইলটি পড়ে, ওকে রিপ্লাই দিলাম। আশাপাশে অনেকেই আমার নিকট, একইরকম অনুসন্ধান করেছে ও ভবিষ্যতে আবার করতে পারে।  তাদের মধ্যে অনেকে এরকম প্রতারণার শিকার হতে পারে, তাই মেইলের লেখা গুলো – ব্লগে তুলে রাখলাম।

ওদের ইমেইল ঠিকানা এইরকম হবে – somethng@dvlottery.state.gov

খেয়াল করো, @ এট দা রেট চিহ্ন এর পর ডিভিলটারী ডট স্টেট ডট গভ লিখা থাকবে। পুরা পৃথিবীতে একমাত্র আমেরিকান সরকার তাদের সকল অফিসের ওয়েব সাইটের শেষে ডট গভ (.gov) ব্যবহার করে। আর ডিভিলটারী আামেরিকার সরকারী প্রকল্প। অতএব এবিষয়ে সকল মেইল ওই dvlottery.state.gov ডোমেইন হতে আসবে। বাটপার কোম্পানিরা এইরকম নকল নাম দিয়ে ভুয়া মেইল করে, টাকা আয় করার জন্য। যেমন তোমার ক্ষেত্রে stategov-us.com ব্যবহার করেছে। খেয়াল করো, এটার শেষে ডট কম (.com) মানে কোম্পানী ডোমেইন রয়েছে, গভর্নমেন্টের ডোমেইন নয়।

সবচেয়ে বড় কথা ডিভি লটারীর ওয়েব সাইটে বলা আছে, আগামী ১৫ জুলাই এর পর ফলাফল প্রকাশ হবে, যা ওদের সাইটে (http://www.dvlottery.state.gov/) গিয়ে দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। ওদের মেইলটা এক্ষুনি ডিলিট করে দাও।

যাকে মেইল লিখেছিলাম, সে আমার অনুজ স্থানীয়।