Monthly Archives: October 2011

আমার সন্তান, আজ হতে পরাধীন।

ঝড়ের দিনে আম কুড়াতে সুখ  পাইনি কিংবা পরবি তো পর মালির ঘাড়ে পরার ভয় পাইনি। ধানসিঁড়ি কিংবা কপোতাক্ষ নদের ছবি কল্পনায় আনতে, কত যে কষ্ট হয়েছে সে আমিই জানি। যারা পুরাতন ঢাকার স্থায়ী অধিবাসী নন, যাদের গ্রামের বাড়ি আছে, তারা হয়তো আমার কথায় তাচ্ছিল্য করবেন।

পুরাতন ঢাকার যে এলাকায় থাকি, সেখানে শিশুদের খেলার স্থান প্রায় নেই বললেই চলে। সবেধন নীলমনি ছিলো একটি অতিক্ষুদ্র একটি পার্ক, যা আজকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। গত ৪ঠা অক্টোবর ২০১১, কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিলো পুরান ঢাকার কষ্টগাথা শিশুপার্ক হয়ে গেল মার্কেট। গতকাল ১৩ই অক্টোবর ২০১১ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু মার্কেট এর সামান্য অংশ ভাঙ্গার পর, সেই ক্ষুদ্র পার্কটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। আমি জানিনা কেন কি কারণে শিশু পার্কটি ভেঙ্গে ফেলা হলো। শুধু জানি, আজকের পর আমার ছেলেটি গাজা উপত্যাকার কোন শিশুর মতো পরাধীন হয়ে গেলো। আমার সন্তান হবার পর এতটুকু বুঝতে পেরেছি যে, শিশুরা খেলাধুলা করতে পারলেই কেবল স্বাধীন।

নিচের ভিডিও ক্লিপটি দেখলে, বোঝা যাবে পার্কটি কত ছোট ছিলো।