Monthly Archives: June 2012

শূন্য হতে ঢাকা দর্শন, মহাশূন্য হতে।

রোনাল্ড জে. গারান জুনিয়র (Ronald J. Garan, Jr) নাসার একজন নভোচারী। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station – ISS) এর এক্সপেডিশন ২৭ এবং ২৮ এর সদস্য ছিলেন। সেখানে তিনি ১৬৪ দিন কাটিয়ে ১৬ই সেপ্টেম্বর ২০১১ তে পৃথিবীর উদ্দেশে রওনা করেন। বিভিন্ন কাজের মধ্যে তার একটি রুটিন কাজ ছিলো, ছবি তোলা। নতুন কোন স্থানের উপর দিয়ে উড়ে গেলে, সেই ছবি তুলে টুইট করতেন। তিনি মহাকাশে থাকা অবস্থায়, আমি তাকে টুইটারে অনুসরণ করা আরম্ভ করি, হয়ত কখনো তিনি বাংলাদেশের ছবি টুইট করবেন, এই আশায়। কিন্তু তিনি কখনোই বাংলাদেশের কোন ছবি তুলে টুইট করেন নি, কিংবা করে থাকলেও আমি সেই টুইট মিস করেছি। তবুও আমি তাকে টুইটারে অনুসরণ করা অব্যাহত রেখেছিলাম। আজ রাত প্রায় একটার দিকে তিনি ঢাকার একটি ছবি টুইট করেছেন, যা এক্সপেডিশন ৩০ এর তোলা।

ron garan's twett

টুইট করার চার মিনিট পর ছবিটি দেখে খুবই অভিভূত হয়েছি এই ভেবে যে, বাংলাদেশীদের মধ্যে হয়ত আমিই প্রথম এই ছবিটি দেখলাম। ধন্যবাদ জ্ঞাপন করে রন গারান কে একটি টুইট মেসেজও পাঠিয়েছি। অনুমতি না থাকায়, ছবিটি ব্লগে সরাসরি দিচ্ছি না, এই লিংকে ক্লিক করে ছবি দেখতে হবে। (এই ব্লগটি লেখার দুদিন পর, ২৭শে জুন প্রথম আলোতে রন গারান এর সাক্ষাৎকার।)

কিছু লিংক:

  • আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর বর্তমান অবস্থান
  • আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হতে পৃথিবীর দিকে তাক করা লাইভ ওয়েব ক্যাম
  • রন গারান এর তোলা, ভারত-পাকিস্তান বর্ডারের ছবি
  • আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন নভোচারীর প্রতিদিনের খরচ সাড়ে সাত মিলিয়ন ডলার

রন গারান এর তোলা সময় অতিবাহিত চলচ্চিত্র।