Monthly Archives: July 2013

মোজিলা’র ঘোষণায় আমি নিশ্চিত হতে পারিনি

Image

আমার মনে আছে, মোজিলা যখন বলেছিলো, “ফায়ারফক্স অপারেটিং সিস্টেম দিয়ে চতুর স্মার্ট ডিভাইস চলবে যা দামে  সস্তা হবে” – আমি ঠিক নিশ্চিত হতে পারিনি। কারণ, তখন বাজারে বিভিন্ন মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়া্র প্রতিষ্ঠান গুলো উচ্চমূল্যের ডিভাইস ও ভারী এপস আনায় প্রতিযোগীতায় লিপ্ত। কিন্তু আমার সেই দোনোমোনি ভুল প্রমাণ করে গতকাল ১লা জুলাই, স্পেনের মাদ্রীদে টেলিফোন অপারেটর Telefónica মাত্র প্রায় ৬৯ইউরোতে, ZTE Open ডিভাইসে Mozilla FirefoxOS সিস্টেম সমৃদ্ধ প্যাকেজ ঘোষণা করলো । আমার দেখা মতে সবচে সস্তা ডেভেলপার ডিভাইস। অবশ্য আমি স্পেনে থাকলে, আনন্দ দ্বিগুন হতো, কারণ টেলিফোনিকার সেই প্যাকেজে ৩০ ইউরো ফ্রি টকটাইম রয়েছে। তাহলে ফোনটির কত পড়লো? মাত্র ৪০ ইউরো বা ৪৪০০ টাকা (১১০ টাকা ইউরো হিসেবে)। চলমান অর্থনৈতিক মন্দাভাব, স্পেনীয়াডদের নিশ্চয় ২য়বার ভাবাবে না এই রিয়েল ভ্যালু অফার কিনতে; যাতে আরও রয়েছে ৪ গিগাবাইট মেমোরী কার্ড ফ্রী।

group

মোজিলা চেয়ারম্যান “মিচেল বেকার”, টেলিফোনিকা ও ZTE প্রতিনিধিবৃন্দ

Journalists

সাংবাদিকবৃন্দের একাংশ

announcement

৬৯ ইউরো – ৩০ ইউরো টক টাইম = ৩৯ ইউরো – ৪ গিগা মেমোরি কার্ড

ZTE Open ডিভাইসটির বৈশিষ্ট্যসমূহ:

  • ৩.৫ ইঞ্চি টিএফটি টাচস্ক্রীন ডিসপ্লে
  • ২৫৬ র‍্যাম
  • ৫১২ রম
  • ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৪জিবি মাইক্রোএসডি কার্ড
  • এফএম রেডিও
  • জিপিএস