মোজিলা’র ঘোষণায় আমি নিশ্চিত হতে পারিনি

Image

আমার মনে আছে, মোজিলা যখন বলেছিলো, “ফায়ারফক্স অপারেটিং সিস্টেম দিয়ে চতুর স্মার্ট ডিভাইস চলবে যা দামে  সস্তা হবে” – আমি ঠিক নিশ্চিত হতে পারিনি। কারণ, তখন বাজারে বিভিন্ন মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়া্র প্রতিষ্ঠান গুলো উচ্চমূল্যের ডিভাইস ও ভারী এপস আনায় প্রতিযোগীতায় লিপ্ত। কিন্তু আমার সেই দোনোমোনি ভুল প্রমাণ করে গতকাল ১লা জুলাই, স্পেনের মাদ্রীদে টেলিফোন অপারেটর Telefónica মাত্র প্রায় ৬৯ইউরোতে, ZTE Open ডিভাইসে Mozilla FirefoxOS সিস্টেম সমৃদ্ধ প্যাকেজ ঘোষণা করলো । আমার দেখা মতে সবচে সস্তা ডেভেলপার ডিভাইস। অবশ্য আমি স্পেনে থাকলে, আনন্দ দ্বিগুন হতো, কারণ টেলিফোনিকার সেই প্যাকেজে ৩০ ইউরো ফ্রি টকটাইম রয়েছে। তাহলে ফোনটির কত পড়লো? মাত্র ৪০ ইউরো বা ৪৪০০ টাকা (১১০ টাকা ইউরো হিসেবে)। চলমান অর্থনৈতিক মন্দাভাব, স্পেনীয়াডদের নিশ্চয় ২য়বার ভাবাবে না এই রিয়েল ভ্যালু অফার কিনতে; যাতে আরও রয়েছে ৪ গিগাবাইট মেমোরী কার্ড ফ্রী।

group

মোজিলা চেয়ারম্যান “মিচেল বেকার”, টেলিফোনিকা ও ZTE প্রতিনিধিবৃন্দ

Journalists

সাংবাদিকবৃন্দের একাংশ

announcement

৬৯ ইউরো – ৩০ ইউরো টক টাইম = ৩৯ ইউরো – ৪ গিগা মেমোরি কার্ড

ZTE Open ডিভাইসটির বৈশিষ্ট্যসমূহ:

  • ৩.৫ ইঞ্চি টিএফটি টাচস্ক্রীন ডিসপ্লে
  • ২৫৬ র‍্যাম
  • ৫১২ রম
  • ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৪জিবি মাইক্রোএসডি কার্ড
  • এফএম রেডিও
  • জিপিএস

3 thoughts on “মোজিলা’র ঘোষণায় আমি নিশ্চিত হতে পারিনি

  1. Omi Azad

    ভাই, এন্ড্রোয়েডও কিন্তু অনেক সস্তায় দিচ্ছে চায়নার অনেক কোম্পানি :)

    Reply
    1. mak Post author

      যদি আপনি অঢেল টাকা খরচ ব্যতিত, একটি স্মার্টফোনের স্বাদ নিতে চান? আপনি হয়ত একটি চাইনিজ সস্তা এনড্রয়েড ডিভাইস নিতে চাইবেন, যা চলে – কিন্তু খুবই দুর্বলভাবে চলে। কিন্তু ওই একই spec এর হার্ডওয়া্র উপযোগী ওএস হলে কেমন হতো? আর এই গ্যাপটি পূরণে মোজিলা তৈরী করেছে, ফায়ারফক্স ওএস। মোজিলা, ওয়েবের অভ্যন্তরীন প্রযুক্তি, যেমন জাভা স্ক্রিপ্ট – ব্যবহার করে; একটি সম্পূর্ণ মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস তৈরী করেছে। জটিল চিন্তা বাদ দিয়ে, শুধু এক মুহুর্তের জন্য ভাবুন – এটি একটি মোবাইল ওএস পাওয়ার্ড বাই জাভাস্ক্রিপ্ট!

      এন্ড্রয়েডের সাথে কি এবারও তুলনা করা চলে?

      Reply
      1. A. I. Sajib

        আমি তো এই জন্য জাভাস্ক্রিপ্ট শিখা শুরু করে দিয়েছি। :lol: console.log() করতে পারি। :P :P

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s