Monthly Archives: September 2014

মরিস না ক্যান?

ভাগ্যের উপর জোর যে কখনো চলেই না
নচ্ছার এমন এক ঋতু যা বদলায়ই না
দুর্ভাগ্য আমার ফিরে ফিরে এসে দেয় ধরা
দরিদ্রতা মোর কখনো লুকায় না হতচ্ছাড়া
সাধ্য কি আমার, নাম কারো মুখে নেবার
আসামী আমি এর ওর এবং সবার
মৃত্যুতে হবেনা জানি আমার মরণ
মারুক যতবার পারে আমায় এই জীবন