যারা mac OS ব্যবহার করেন, আশা করি তারা এর সফটওয়্যার ইনস্টল পদ্ধতি জানেন। নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন কি উপায়ে প্রভাত ইনস্টল করতে হবে।
তারপর
তারপর
তবে সবার আগে ডট ডিএমজি ডাউনলোড করুন এখান থেকে
বিশেষ দ্রষ্টব্যঃ আশিকুর নুর সাহেব ম্যাক বাতাস খরিদ করেছেন, আমার পাশে বসে আছেন। প্রভাত লেআউট ছাড়া বাংলা টাইপ করেন না। আমার নিকট ম্যাক এর জন্যে প্রভাত ইনসট্লার চাইতেছেন। এমনি এমনি দিয়ে দিবো, একখানা শর্ট ব্লগ লিখে ফেললাম। উনিও এটি পড়েই ইনস্টল করুন। আশা করি, এই ব্লগ শেয়ারও করবেন তিনি।