ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহারের সেবা আরম্ভ হয়েছে, কয়েক মাস হল। একটি নির্দিষ্ট অপারেটর এর সংযোগ ব্যবহার করলে এই সেবা উপলভ্য হয়। আমি সেই অপারেটর এর গ্রাহক নই। আমার মতো যারা মোবাইলে ফ্রি ফেসবুক ব্যবহার করেন না, তাদের মোবাইল ফেসবুক বিজ্ঞপ্তিতে ঘুরেফিরে একটা নোটিস আসে এই বলে যে, আমার ফেসবুক বন্ধুদের কারা কারা ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করতেছে। সেটা ক্লিক করলে ফেসবুকের পার্টনার অপারেটর সংযোগের বাধ্যবাধকতা সম্পর্কে জানা যায়। ভেবেছিলাম, এই নোটিফিকেশন একসময় আসা বন্ধ হয়ে যাবে; হয়নি। গতকালও এরকম নোটিশ পেলাম।
বেশ কয়কবার গুগল করে নিশ্চিত হলাম, ফেসবুক একটি লাভজনক প্রতিষ্ঠান। শেয়ার কিনতে পাওয়া যায়, মানে শেয়ারহোল্ডার রয়েছে, ফি-বছর এদের মুনাফা বুঝিয়ে দিতে হবে।
তাহলে, এরা কি উপায়ে তাদের সার্ভার-হেন-তেন খরচ মেটাবে? সামাজিক দায়বদ্ধতা থেকে করবে সেই বিশ্বাস উঠে গেছে যখন শুনি দেশে এক অপারেটর হাজার কোটি টাকা রাজস্ব ঘাপলা করেছে। তারপর লক্ষ্য করলাম, ফেসবুক বলেই দিচ্ছে, ডাটা চার্জ লাগবে না। হ্যাঁ ডাটা চার্জ লাগবে না। এটা কিন্তু বলে নাই, আপনি ফেসবুক ব্যবহার করলে আমরা ভিন্ন উপায়ে খরচ পুষিয়ে নিবো। কিংবা খরচ পুষিয়ে বেশ ভালো লাভও করে নিবো – যা কখনোই স্পষ্ট করে বলবে না। বলার বাধ্যবাধকতা নেই।
আমি একজনকে দেখেছি, মোবাইলে শুধু ফেসবুক ব্যবহার করে। তিনি ওই মাগনা ফেসবুক চালাতে পারেন বলেই, ফেসবুক ব্যবহার করেন। মানে তার ফোনটি দখল করে আছে ফেসবুক, ইনটারনেট নয়। তাকে “use case” ধরলে আমি বলতে পারি, এই প্রেক্ষিতে ইন্টারনেটের মালিক একটি বড় কোম্পানী। আমি আশা করবো, আমার দেখা এই একটি উদাহরণ যেনো খুব বেশী বৃদ্ধি না পায়।
আমি ইনটারনেট ডট অর্গ সম্পর্কে কোন আলোচনা করতে পারবো না, সেটির নেপথ্যে আরো বেশি জটিল তথ্য জেনেছি। শুধু এতটুকু বলতে পারি, ইনারনেট ডট অর্গে, আমার প্রয়োজনীয় কিছু সেবা যেমন, ইমেইল বা সেরকম আরও কিছু পাওয়া যায় না।